২১ মার্চ আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে ময়মনসিংহে বন বিভাগের আয়োজনে রবিবার (২৩ মার্চ) ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য “বন বনানী সংরক্ষণ, খাদ্যের জন্য প্রয়োজন।”
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আ.ন.ম. আব্দুল ওয়াদুদ, বিভাগীয় বন কর্মকর্তা, ময়মনসিংহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কাজী কামরুল ইসলাম, অধ্যাপক এগ্রোফরেস্ট্রি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবু সাঈদ সরকার, উপ-পরিচালক, কৃত্রিম প্রজনন কেন্দ্র শেরপুর এবং সুজিত কুমার দেবনাথ, সহকারী অধ্যাপক, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন ক্লিন আপ ময়মনসিংহ এর কো-অর্ডিনেটর দিদারুল ইসলাম ও নেতৃবৃন্দসহ সংগঠনের সেচ্ছাসেবকরা।
বন দিবসকে কেন্দ্র করে উক্ত সভায় বন বনানী সংরক্ষণ ও বনাঞ্চলের বিভিন্ন প্রয়োজনীয় দিক নিয়ে আলোচনা করেন আলোচকগণ।

