হালুয়াঘাট(ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের হালুয়াঘাটে বজ্রপাতে মো. নিকসন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৫ টার দিকে ধারা ইউনিয়নের টিকুরিয়া কুড়ির পাড় মাঠে বোর ধান কাঁটার সময় এ ঘটনা ঘটে। নিকসন উপজেলার কুতিকুড়া গ্রামের মৃত তহুর উদ্দিনের পুত্র।
স্থানীয়রা জানান, বুধবার ধান কাটতে মাঠে যায় ওই কৃষক। পরে বিকেল ৫ টার দিকে বৃষ্টিও বজ্রপাত শুরু হলে বজ্রপাতের কবলে পড়েন তিনি। পরে নিকসন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবুল খায়ের বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আবহাওয়া খারাপ থাকলে বজ্রপাত থেকে রক্ষায় সবাইকে সর্তকভাবে কাজ করার পরামর্শ দেন তিনি।
