মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাম্প্রতিক সময়ে গরু চুরির আতঙ্ক দেখা দিয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার ,আঠারবাড়ি ইউনিয়নের দশাশিয়া গ্রামে একই বাড়ির তিনটি গোয়াল ঘর থেকে তালা কেটে ১১টি গরু চুরির ঘটনা ঘটেছে।

জানা যায়, আবু সিদ্দিকের ১ টি ষাঁড় ও ৫টি গাভী, আবুল বাশারের বাছুরসহ ১টি গাভী, টি,ইস্রাফিলের বাছুরসহ ১টি গাভী এবং সুলতান মিয়ার ১ টি গাভী চুরি হয়েছে। এতে সাধারণ কৃষক ও খামারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
ভুক্তভোগী সুলতান মিয়া জানান, রাতে বৃষ্টি হওয়াতে সবাই ঘুমিয়ে ছিলাম রাত সাড়ে ৩টার দিকে উঠে দেখি গোয়ালঘর খালি।
আঠারবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ গোলাম কিবরিয়া জানান, “সাংবাদিকদের মারফতে ঘটনা সম্পর্কে অবগত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি শারিরিকভাবে অসুস্থ তাই ঘটনাস্থলে যেতে পারিনি।
ওসি ওবায়দুর রহমান বলেন, আঠারবাড়ী ও সরিষা এই দুই ইউনিয়নের দেখভালের দায়িত্ব রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের। ওই ঘটনার বিষয়ে ব্যবস্থা নিতে আইসি কে বলা হয়েছে।

